สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตออนไลน์ บาคาร่า
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตออนไลน์ บาคาร่า
Breast and Piles Care BD. Best Piles, Breast and General Surgeon in Bangladesh.
Best Breast and piles sergeon in narayanganj Dhaka

স্তন (ব্রেস্ট) ক্যান্সার ও স্তন ক্যান্সারের লক্ষণ

স্তন ক্যান্সারে নারীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। সাধারণত ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এতোদিন এই ক্যান্সারের ব্যাপারে নারীদের সচেতন করার জোরটা ছিল বেশি, কিন্তু এখন পুরুষদেরকেও সচেতন করার জোর চেষ্টা চালানো হচ্ছে।

কারণ, পুরুষদের মধ্যেও স্তন ক্যান্সার দেখা দিতে পারে। যদিও পুরুষদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার খুবই কম। এক হিসেবে দেখা যায় যুক্তরাজ্যে প্রতিবছর ৪১ হাজার মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হন, সেই তুলনায় মাত্র ৩০০ জন পুরুষ এই রোগে আক্রান্ত হন।

স্তন ক্যান্সারের লক্ষণ বা উপসর্গঃ

১। স্তনের কোন অংশ চাকা চাকা হয়ে যাওয়া অথবা কোন লাম্প দেখা যাওয়া
২। স্তনের আকার বা আকৃতির পরিবর্তন
৩। স্তনবৃন্তের আকারে পরিবর্তন
৪। স্তনবৃন্ত থেকে রক্ত বা তরল পদার্থ বের হওয়া
৫। স্তনবৃন্তের আশেপাশে রাশ বা ফুসকুড়ি দেখা যাওয়া
৬। বগলে ফুলে যাওয়া বা চাকা দেখা দেয়া
৭। স্তনের ভেতরে গোটা ওঠা বা শক্ত হয়ে যাওয়া
৮। স্তনে দীর্ঘদিন ব্যথা অনুভূত হওয়া।
৯। স্তনের বোটা ভেতরের দিকে ঢুকে যাওয়া অথবা বোটা দিয়ে পুঁজ নির্গত হওয়া।

লেখার সুত্রঃ WIKIPEDIA

Contact With Us
Send via WhatsApp
Scroll to Top